News update
  • Sikaiana Islanders Face Rising Seas and Uncertain Future     |     
  • BD Election Commission to begin political dialogue this week     |     
  • Climate summit hears countries suffering from global warming      |     
  • How to Visit Saint Martin’s Island in This Tourist Season 2025-26     |     
  • Khulna-Mongla dream rail line struggles for freight flow     |     

 লিটন দাসকে অধিনায়ক করে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা 

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-10, 9:17pm

werw32423-cba0cd15eb03c075949219ed3f7a21841733843842.jpg




ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। এবার টি-টোয়েন্টিতেও পাচ্ছেনা শান্তকে। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টাইগাররা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এই সিরিজের জন্য মঙ্গলবার(১০ ডিসেম্বর) দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেতৃত্বে থাকছেন লিটন দাস।

এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মন্ডল। এনসিএল টি-টোয়েন্টি খেলতে সিলেটে ছিলেন তিনি। এখন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে বিমান ধরবেন তিনি। এছাড়া ফেরানো হয়েছে আফিফ হোসেনকেও।

তবে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন আরেক পেসার শরিফুল ইসলাম। একইসঙ্গে পিতৃত্বজনিত কারণে উইন্ডিজ সিরিজ থেকে ছুটি নেওয়া মুস্তাফিজুর রহমানের জায়গায় তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে।

আগামী ১৬ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৮ ও ২০ ডিসেম্বর হবে পরের দুই ম্যাচ। সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ছয়টায়।

টি-টোয়েন্টি স্কোয়াড: লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল। আরটিভি